3D WINDOW তৈরি করুন আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেম এ

হ্যালো  ব্রাদার্স … ।  ।

আশা করি সবাই ভাল আছেন । ।

আজ আপনাদের মজার একটি জিনিষের সাথে পরিচয় করে দিব । ।

যেটা আপনার 3D WINDOW  কে নিয়ে দেখা স্বপ্ন কে বাস্তবায়ন এর ধারে কাছে নিয়ে যাবে ।

আপনি কি নিচের চিত্রের মত উইন্ডো আপানার অপারেটিং সিস্টেম এ দেখতে চান ।

ওকে তাহলে চলুন আমরা আমাদের স্বপ্ন কে বাস্তবায়ন করার লক্ষে এগিয়ে যাই । ।

Just Simple কাজ । ।

যা যা করতে হবে আপনাকেঃ

প্রথমে এখান থেকে  325.98 KB এর ছোট  সফটওয়্যার টি ডাউনলোড করে নিন । ।

এর পর ZIP ফাইল টিকে UNZIP করে নিন । ।

3d window নামের ফোল্ডার টি ওপেন করুন । ।

এবার সফটওয়্যার টিতে ডাবল ক্লিক করুন  । ।

এখন লক্ষ করুন আপনার খোলা উইন্ডোটির minimaize, maximaize বাটন এর বামে একটি নতুন বাটন যুক্ত হয়েছে । ।

এখন বাটনটিতে ক্লিক করুন এবং দেখুন আপনার open কৃত উইন্ডোটির অবস্থা। । ।

আপানার ওপেন করা উইন্ডো আগের অবস্থায় আনতে পেজ এর ওপর কার্সর নিয়ে ডাবল ক্লিক করলেই হবে । ।

ভুল হলে মাফ করবেন । ।

সমস্যা হলে কমেন্ট বক্স এ জানাবেন ।  আমি আপনাদের সেবায় বসে আছি কমেন্ট বক্স নিয়ে। ।

সাথে থাকুন ।। ।।

ধন্যবাদ । ।

2 thoughts on “3D WINDOW তৈরি করুন আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেম এ

Add yours

এখানে আপনার মন্তব্য রেখে যান

Up ↑